উপ-সম্পাদক মোঃ তোতা মিয়া পঞ্চগড়
শীতের ভরা মৌসুমেও পঞ্চগড়ে প্রায় সবজির দাম বেশি যাচ্ছে। অপরিবর্তিত আছে পেঁয়াজ, চাল, ডিম, গরুর গোস্ত ও মাছের বাজার জেলার কয়েকটি বাজারে এমন তথ্য জানা যায়। বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দাম কমে আছে। বাকি সব সবজি বেশি দামেই বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে প্রতি কেজি বেগুন ৪০-৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, গাজর ৬০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, শসা ৫০ টাকা, সিম ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, মুলা ১০ থেকে ১৫ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে । ক্রেতারা বলছেন এখন অনেক সবজির আমদানি কম। এ কারণে কয়েকটি সবজির দাম বেশি যাচ্ছে। বাজারে জালি কুমড়া বেশ উঠেছে। জালি কুমড়ার দামও বেশি। ব্যবসায়ীরা প্রতি পিস জালি কুমড়া বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকায়। লাউয়ের প্রতি পিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। কাঁচা কলার হালি যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। কমে আসছে শুধুমাত্র ধনে পাতার দাম। পঞ্চগড়ে সবজির চাহিদা মিটিয়ে বাইরের জেলায় যায়। এখন সবজিতে ভরপুর। তারপরেও দাম কমছে না। এখনো বেশি দামি সবজি কিনে খেতে হচ্ছে। সবজির বাজার নিয়ে কোন সিন্ডিকেট করছে কিনা তা খতিয়ে দেখা দরকার এমনটি বলেন ক্রেতারা। বাজারে বর্তমান দাম নিয়ে ব্যবসায়ীরা বলছেন যেসব সবজি আমদানি বেশি সেসব সবজির দাম কমে আসছে। তারা আরো বলেন বাজারে নতুন কার্ডিনাল আলু ৪০ থেকে ৫০ টাকা যা আগে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতো। পুরনো কার্ডিনাল আলু ৫ টাকা কমে ২০ টাকা এবং পুরাতন শীল বিলাতি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি ধরে । এছাড়াও ব্যবসায়ীরা বলছেন বর্তমান কাঁচা বাজারের আমদানির উপর নির্ভর করছে শাক সবজির দাম। যে সবজির আমদানি বেশি সেই সবজির দাম একটু কম আর যে সবজির আমদানি কম সেই সবজির দাম একটু বেশি এভাবেই চলছে সবজির বাজার এখানে সিন্ডিকেটের কিছু নেই।