নিজস্ব প্রতিবেদক তোতা মিয়া পঞ্চগড়
পঞ্চগড়ে কদিনের টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। দিনরাত ২৪ ঘন্টা কখনো মৌসুন্ধারে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি থেমে নেই। এতে করে টানা পড়েছে ব্যবসা-বাণিজ্য সহ সকল শ্রেণী পেশার মানুষের। অন্যদিকে দেখা গেছে ঝড়ো হাওয়ায় কৃষকের আধাপাকা ধান পানিতে পড়ে নষ্ট হোতে। অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে শাক সবজির দাম বাড়তে শুরু করেছে। এছাড়াও হঠাৎ ঠান্ডা হাওয়া ও টানা বৃষ্টিতে ঠান্ডা বেড়ে যাওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। তিনদিনের টানা বৃষ্টি ও হিমেল হাওয়ায় মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। এমনটি জানান পঞ্চগড়ের সাধারণ খেটে খাওয়া মানুষ,পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় এ ধরনের বৈরী আবহাওয়া আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।