1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নরুন্দি পূর্ব অঞ্চলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদনে পূর্বাঞ্চলবাসীর অভিনন্দন

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি পূর্ব অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী। এই কমিটির অনুমোদন দেওয়ায় জামালপুর জেলা-৫ আসনের ধানের শীষের কান্ডারী, মাটি ও মানুষের নেতা, সাদা মনের মানুষ হিসেবে পরিচিত অ্যাডভোকেট ওয়ারাজ আলী মামুন ভাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নরুন্দি পূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নরুন্দি পূর্ব অঞ্চলে ছাত্র আন্দোলনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার আদায়, স্বৈরাচারবিরোধী কর্মসূচি এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে ছাত্রদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছেন।
এ প্রেক্ষাপটে ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতা অনীককে আহ্বায়ক করে নতুন কমিটির অনুমোদন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, এই কমিটি ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
নরুন্দি পূর্বাঞ্চলের প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানান, অ্যাডভোকেট ওয়ারাজ আলী মামুন একজন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং ছাত্র ও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দিকনির্দেশনা ও অভিভাবকত্বেই ছাত্রদলের এই সাংগঠনিক অগ্রগতি সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।
এলাকাবাসী আরও বলেন, নতুন আহ্বায়ক কমিটি শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক আন্দোলন, ছাত্রদের ন্যায্য দাবি আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অ্যাডভোকেট ওয়ারাজ আলী মামুনের নেতৃত্বে জামালপুর জেলা-৫ আসনে ছাত্র ও যুবরাজনীতি আরও শক্তিশালী হবে।
শেষে নরুন্দি পূর্বাঞ্চলবাসীর পক্ষ থেকে আবারও অ্যাডভোকেট ওয়ারাজ আলী মামুন ভাইকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট