1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নরুন্দি ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর (বুধবার ) দুপুর ২টায় নুরুন্দি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব এমদাদুল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন তদন্ত কেন্দ্রের এসআই সাইদুর রহমান।
অনুষ্ঠানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতির দিকগুলো তুলে ধরেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগের ওপর জোর দেন।
সমাজসেবক জনাব এমদাদুল হক তার বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ শুধু একটি মেয়ের ভবিষ্যৎকেই নষ্ট করে না, বরং সমাজ ও জাতির অগ্রগতির পথে বড় বাধা। সবাইকে সম্মিলিতভাবে এ অবৈধ প্রথা বন্ধে কাজ করতে হবে।”
এসআই সাইদুর রহমান বাল্যবিবাহ সম্পর্কিত আইন, অপরাধ সংঘটনের শাস্তি এবং অভিভাবকদের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে উঠলেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।”
কর্মশালায় উপস্থিত জনগণ বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মশালা সফলভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট