মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত প্রায় ১০টার দিকে বদলগাছী থানাধীন জিধিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অবস্থানরত দুই ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এসময় আসামি-১ আব্দুল্লাহ (২৪), পিতা মৃত ওয়াহেদ আলী, সাং—কদমতলা বারোপুতা, থানা—শার্শা, জেলা—যশোর এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে সহযোগিতার অভিযোগে আসামি-২ জলিল মন্ডল (৫০), পিতা মৃত আব্বাস মন্ডল, সাং—লক্ষিকুল, থানা—বদলগাছী, জেলা—নওগাঁকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি আব্দুল্লাহ জানায়, পলাতক ৩ নম্বর আসামি ছগির (৪৬), পিতা মৃত ছলেমান ফকির, সাং—পশ্চিম মিঠাখালী, থানা—মঠবাড়িয়া, জেলা—পিরোজপুরের পৃষ্ঠপোষকতায় পিরোজপুর এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীতে এনে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। ইতোমধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ঘটনায় মোট তিনজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।