বালিয়াডাঙ্গী প্রতিনিধি (ঠাকুরগাঁও)
আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নে ৩০ সেরিয়া সরকারি চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে নারী-পুরুষের ভিড় দেখা যায়।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলোকে ৩০ সের করে চাল প্রদান করা হয়। অনেকেই চাল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করলেও দীর্ঘ লাইন, নাম যাচাই ও তালিকা জটিলতা নিয়ে কিছু অভিযোগও শোনা গেছে।
ইউপি চেয়ারম্যান জানান, প্রকৃত সুবিধাভোগীদের কাছে চাল পৌঁছাতে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং ভবিষ্যতে আরও সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস দেন।
ছবি: ধনতলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তোলা