শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে পানাউল্লাচর, ভৈরব এর বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পশস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী
দেওয়া হয়। ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক এর নেতৃত্বে
ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, ইউনিভার্সিটির সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড.
এএফএম নাজমুস সাদাত, বিজনেস অনুষদের ডিন ড. আকিম. এম. রহমান সহ অন্যান্য সকল বিভাগীয় প্রধান,
শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।