1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ঝালকাঠির নথুল্লাবাদে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত।

মোঃ জাহিদ, ঝালকাঠি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ, ঝালকাঠি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিই ছিল এ বৈঠকের মূল উদ্দেশ্য।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহামুদ আলম জোমাদ্দার। এতে সভাপতিত্ব করেন নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মোঃ মামুন হাসান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহামুদ আলম জোমাদ্দার বলেন,
“ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না। নির্বাচন ও গণভোট—উভয় ক্ষেত্রেই জনগণের সচেতন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ঘন ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে।”

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম বলেন,
“ভোট দেওয়া নাগরিকের একটি মৌলিক অধিকার ও দায়িত্ব। ভোটের প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা থাকলে বিভ্রান্তি কমে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ে। তাই এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মামুন হাসান হাওলাদার বলেন,
“নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়। ভোটকেন্দ্রে উপস্থিতি যত বাড়বে, নির্বাচনের স্বচ্ছতাও তত নিশ্চিত হবে।”

বৈঠকে অংশগ্রহণকারীদের মাঝে গণভোট বিষয়ে একটি জনসচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হয়, যেখানে গণতন্ত্র, ভোটাধিকার, সাংবিধানিক সংস্কার ও নাগরিক অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এসব বিষয়ে জনগণের ধারণা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উঠান বৈঠকে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ভোটারদের ভোট প্রদানের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূল পর্যায়ে ভোটার সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট