আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
জুঁইদন্ডী নুরে মদিনা তাহসিনুল কুরআন মডেল মাদ্রাসার এক প্রতিবন্ধী ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে কুতুবদিয়া থেকে আসা এক হুজুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল ২০ নভেম্বর বিকেলে।
অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার প্রতিবন্ধী ছাত্র মোঃ আমির হোসেন-কে ওই হুজুর শারীরিকভাবে নির্যাতন করেন, যার ফলে ছাত্রটি রক্তাক্ত অবস্থায় পড়ে। পরে বিষয়টি গোপন রাখতে ওই হুজুর তাকে ৫ টাকার একটি বিস্কুট দিয়ে বলে দেন—
“বাসায় কেউ জিজ্ঞেস করলে বলবে রাস্তায় পড়ে গিয়ে আঘাত পেয়েছো।”
আমির হোসেনের পিতা আবুল কাশেম বলেন
বিগত মাস আগে ও একি হুজুরের নির্যাতনের শিকার হয়ে হয় আমার ছেলে পরে মাদ্রাসা পরিচালক কে বিষয় টা জানানো হলে ওনি বলেন হুজের কে আমি বলে দিবো কিন্তু একমাস যেতে না যেতেই আবারও নির্যাতনের শিকার হয় আমির।
নির্যাতনের ঘটনা জানাজানি হলে ছাত্রের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসী দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত হুজুরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।