
জামালপুর সদর উপজেলা পিয়ারপুর রেলস্টেশনে অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে এক পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ খোকন আলী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি অষ্টধার সেন পাড়া, ময়মনসিংহ জেলার এর মৃত শবদর আলীর পুত্র খোকন এ সময় তার কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর-ঢাকা রুটের ০৭টি আসনের ০৩টি অনলাইন টিকিট এবং কালোবাজারি টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, তিনি পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিজের কাছে সংরক্ষণ করে নিজের কাছে রাখতেন৷ পরবর্তীতে কাস্টমারদের ফোন এলে এসব টিকিট দ্বিগুণ দামে বিক্রি করতেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় রেলওয়ে স্টেশনের আশপাশে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের নিকট অবৈধভাবে টিকিট বিক্রি করতেন।
পুলিশ সূত্র জানাযায় যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ময়মনসিংহ থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর রেলওয়ে থানার (ওসি) রবিউল ইসলাম জানান দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে টিকিট কালোবাজারি করে আসছে খোকন তিনি আরও বলেন
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান৷