
জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ
বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, এপেক্সিয়ান, আলহাজ্ব মোঃ আরজু আকন্দসহ ৮জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ভিকটিম সাজিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলসহ স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তাঁর সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী নারীপুরুষসহ প্রায় ৩ শতাধিক নানা পেশাজীবি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও মাসিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সায়েম মোঃ সা’আদাতুল করিম, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হামলার ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মিথ্যা মামলাটি বাতিল করে প্রকৃত দোষী আওয়ামী লীগের দোসর সন্ত্রাসের গডফাদার জাহিদুল হক সেলিম ও তার পোষ্য ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নইলে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় মানববন্ধন থেকে।
এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মুঠোফোনে আলহাজ্ব মোঃ আরজু আকন্দ জানান, আমি এ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় বিস্মিত ও হতবাক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের মিথ্যা মামলায় ফাসানোর অপচেষ্টাকে সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনকে পরিষ্কার করতে হবে এবং প্রকৃত দোষী ব্যক্তিদের মুখোশ জনসমক্ষে উন্মোচন করতে হবে। সেইসাথে মিথ্যা মামলাটি দ্রুত বাতিলের দাবী জানাই।