কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,
পঞ্চগড়ের বোদা উপজেলায় জনসচেতনতা, নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনের মহৎ লক্ষ্য সামনে রেখে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং পঞ্চগড়-২ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এই সভার আয়োজন করেন এবং এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শনিবার ৬ ডিসেম্বর বোদা পাইলট স্কুল মাঠে আয়োজিত এই সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষক এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এই আয়োজনে সমাজের সর্বস্তরে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার চর্চা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, যুবদলের আহবায়ক সোহেল রানা, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।