স্টাফ রিপোর্টার, শাহিন আলম।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্য কক্সবাজার ভ্রমণে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি একযোগে বাইরে ভ্রমণে থাকায় দৈনন্দিন সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। ফলে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদসহ জরুরি সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
চৌডালা ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ইউনিয়ন পরিষদ এভাবে ফাঁকা রেখে বাইরে ঘুরতে যাওয়া মোটেও ঠিক হয়নি। এটি স্পষ্টতই আইন লঙ্ঘন। আমরা চৌডালার মানুষ চরম ভোগান্তিতে আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, “এরা বিভিন্ন প্রকল্পের নাম দেখিয়ে টাকা উত্তোলন করে। সেই টাকা নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে। আমরা কষ্ট করে কাজ করে ট্যাক্স দিই, আর তারা সেই টাকা ভ্রমণে খরচ করে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
ভ্রমণে যাওয়া ব্যক্তিরা হলেন—
৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিব,১নং ওয়ার্ড সদস্য শরিফ উদ্দিন,২নং ওয়ার্ড সদস্য এবাদুল হক,৩নং ওয়ার্ড সদস্য মো. ধুলু,৪নং ওয়ার্ড সদস্য নারুল ইসলাম,
৫নং ওয়ার্ড সদস্য বেলাল উদ্দিন ঝড়ু,৬নং ওয়ার্ড সদস্য রানাউল ইসলাম পিন্টু,৭নং ওয়ার্ড সদস্য জসীম উদ্দিন,৮নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন,
৯নং ওয়ার্ড সদস্য আয়নাল হক।১,২,৩ আরে সংরক্ষিত মহিলা সদস্য সামিন, ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেভিনা খাতুন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।