মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজের অনার্স ১ বর্ষ ও এইচএসসি ১ বর্ষের ১২০০ শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। (৩ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১০ টায় শহীদ সাটু হল অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইসলাম ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে। দেশ ও জাতি গঠনের নেতৃত্ব গ্রহণের পাশাপাশি আগামীর যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় নবীনদের যোগ্য, দক্ষ, সৎ চরিত্রবান হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হয়ে নৈতিক নেতৃত্বের ভিত্তি শক্ত করুক। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণরাই প্রধান চালিকাশক্তি। আদর্শ চরিত্র গঠনের প্রতিও যতœবান হতে হবে।। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। সংগঠনের কলেজ শাখার সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম আবু মুসা, রাকসুর নবনির্বাচিত ভিপি মোঃ মোস্তাকিনুর রহমান জাহিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, এ্যাডভোকেট এনাতুল্লাহ শফিক, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ আবু রায়হান আলী প্রমূখ।