1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

গোমস্তাপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) মাগরিব নামাজ শেষে রহনপুর আহমদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র-জনতার উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মান্দার পরাণপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ইমাম আব্দুল কাদের।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক হিজবুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মহিবুল্লাহ, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, জেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন সোহাগ, গোমস্তাপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুত্তাকিন ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এক বক্তা বলেন,
“আমরা ওসমান হাদির মতো কোনো সন্তানকে আর হারাতে চাই না। আমাদের জীবনের বিনিময়েও আল্লাহ যেন এই সন্তানদের হেফাজত করেন। ওসমান হাদি আমাদের দেখিয়ে গেছেন—কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলতে হয় এবং কীভাবে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট