শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দোষীমনি কাঠাল কামার মোড় বাজারে ওয়ার্ড সভাপতি শামীম রেজার সভাপতিত্বে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হক মাস্টার, ইউনিয়ন আমির আবু সায়েম, গোমস্তাপুর ইউনিয়নের সদস্য আনোয়ারুল ইসলাম কলিমুদ্দিন, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জনগণের আস্থা অর্জনে সংগঠনের ভূমিকা ও উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।