
নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলা গ্রামে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এক স্থানীয় ব্যক্তির মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চনতলা এমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পাশের একটি খাস জমিতে স্থানীয় মোস্তাফিজুর রহমান বাবু ঘর নির্মাণ করতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে বাবুর বিরোধ তৈরি হয়।
মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহর অভিযোগ, জমিটি মাদ্রাসার পাশে হওয়ায় তিনি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য তা ফাঁকা রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু মোস্তাফিজুর রহমান বাবু জোরপূর্বক সেখানে ঘর নির্মাণ করেন। তিনি আরও অভিযোগ করেন, “বিষয়টি নিয়ে আলোচনার পর তারা আমাকে ঘিরে ধরে হামলার চেষ্টা চালায়। আমি দৌড়ে মাদ্রাসায় আশ্রয় নিলে তারা নারীসহ দলবল নিয়ে মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায়। এসময় শিক্ষকদের বেতনের জন্য আলমারিতে রাখা নগদ আড়াই লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায়।”
অন্যদিকে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা এখানে দীর্ঘকাল ধরে বসবাস করছি এবং সেই সুবাদেই ঘর নির্মাণ করছিলাম। কিন্তু শিক্ষক আব্দুল্লাহ জমিটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে মাদ্রাসার ছাত্রদের দিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।” পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
গোমস্তাপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি মূলত ব্যক্তিগত আক্রোশ ও ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। দ্রুতই উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।