শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদকে সামনে রেখে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারিক, প্রবাসী কল্যাণ ব্যাংক রহনপুর শাখার ব্যবস্থাপক মোঃ সানাউল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সভায় সম্মানিত বিদেশ ফেরত অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, মিডিয়া কর্মী, প্রবাস বন্ধু ফোরামের সদস্য, ভলান্টিয়ার, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জাকারিয়া হোসেন। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বিদেশ ফেরত অভিবাসীদের জরুরি সহায়তা প্রদান, জেন্ডার সংবেদনশীল উপায়ে টেকসই পুনঃএকত্রীকরণ, অনিয়মিত অভিবাসনের কারণ ও প্রতিকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় অতিথিবৃন্দ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রমের প্রশংসা করেন এবং অভিবাসন খাতকে আরও শক্তিশালী ও নিরাপদ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।