
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে “মানবাধিকারঃ আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের প্রতিনিধি, নাগরিক সমাজ সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়-সমতার চর্চা বিস্তারে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।