
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস ২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসকে ঘিরে সকাল থেকে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, ডিজিটাল নিরাপত্তা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সমাজে নারীর অগ্রযাত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অদম্য নারী, সিভিল সোসাইটি প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।