গোপন জীবন
কলমে বিপাশা হোসাইন
আমার একটা গোপন জীবন আছে।
কয়েদ কুঠুরির মতো, অন্ধকার।
পচে যাওয়া মাংস গলে গিয়ে,
যেমন বিভৎস গন্ধ ছড়ায়,
তেমন গা গুলিয়ে ওঠা জীবন।
দিনের আলোয় সব কেমন
ঝকঝকে, ঝলমলে, চকমকে!
কিন্তু রাত হলেই কী ভীষণ দুর্বিষহ!
ভালোবাসার নামে শোষণ চলে তখন
আর প্রেমের নামে ধর্ষণ।
আত্মা আর শরীরের এক নিদারুণ সমর্পণ।
এ জীবন অন্ধকারের
আলোতে কেবল বৈভব।
এ জীবন তাই ভীষণ গোপন
যেনো লুকিয়ে রাখা শৈশব।
যেমন মানুষের ছদ্মবেশে
এক পশুর হাত ছুয়ে গিয়েছিলো
আমার শৈশবের গোপনীয়তা
তেমনই গোপন এ জীবন।
ডিসেম্বর, ২০২৪