1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

গাজীপুরে শ্রীপুরে ২৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল ২৫ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শ্রীপুরের মাওনা এলাকার লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা সূত্রে খবর আসে মাওনা চকপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে বিশেষ চালান নিয়ে একজন ব্যক্তি শ্রীপুরের দিকে আসছে।

খবরের ভিত্তিতে র‍্যাব–১ এর আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে বিকেল ২টা ৫৫ মিনিটে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে মো. শাহাদাত হোসেন সান্ত (২৩) নামে একজনকে আটক করা হয়।

আটক শাহাদাত শ্রীপুরের মাওনা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২৫ বোতল বিদেশি মদ (মোট ১৮.৭৫ লিটার), একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব–১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, “মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে র‍্যাবের বিশেষ অভিযান চলমান। গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গাজীপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহের একটি চক্রের সঙ্গে যুক্ত।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে শাহাদাত জানায়, তিনি দেশের বিভিন্ন জেলা থেকে ভারতীয় মদ সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

এ কাজে তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ২৪(খ)/৩৮ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ করে আসছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট