আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের শ্রীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার ট্রান্সপোর্ট মার্কেটে পৌর শ্রমিকদলের উদ্যােগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি তাঁর পুরো জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎস্বর্গ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক বিজর্সন হওয়া গণতন্ত্র যখন ফিরিয়ে আনার কার্যক্রম চলছে তখনই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। দেশের এমন সময়ে বেগম জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল।
শ্রীপুর পৌর শ্রমিকদলের সভাপতি মিজান মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক খোকনের সঞ্চালনায় বক্তব্য বক্তব্য রাখেন আলহাজ্ব হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট আহসান কবির, আহ্বায়ক সদস্য শাহজাহান সজল, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আফাজ মন্ডল, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক রতন, ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সোহেল সরকার, পৌর শ্রমিকদলের যুগ্ন সম্পাদক শহিদুল্লাহ্ শহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজল বেপারী ও স্বপন আহমেদ, ৮নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফোরকান খান প্রমুখ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আওলাদ হোসেন মন্টু, মোঃ আলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।