
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য বিজয় র্যালিটি শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে শুরু করে পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে ময়দানে বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়, পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন, সাবেক সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম,
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবু জাফর সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আহসান কবির, পৌর বিএনপির আহবায়ক সদস্য,শাজাহান সজল, আবুল হোসেন প্রধান, সাইফুল হক মোল্লা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাজাহান মোড়ল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান,শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শাহাদাত হোসাইন প্রধান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, পৌর কৃষক দলের আহবায়ক শাজাহান মিয়া, জেলা শ্রমিক দলের আহবায়ক সদস্য রেজাউল করিম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত আলী, জেলা যুবদলের আহবায়ক সদস্য রাকিবুল হাসান আকন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিজয় র্যালিতে অংশ নেন। বিজয় র্যালি শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।