
পঞ্চগড় জেলা প্রতিনিধি ,
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন বাংলাদেশ আজ স্তব্ধ । শোকাহত।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশ নেত্রী ছিলেন না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি আন্তর্জাতিক মহলে যেভাবে সমাদৃত ছিলেন সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়াকে সেভাবে মনে রাখবে। কান্নাজড়িত কন্ঠে এসময় তিনি বলেন বাংলাদেশে যে কয়েকটা শোকের কালো অধ্যায় আছে দিন আছে আজকের দিনটিও সেররকম।
তিনি বলেন সকাল ৬ টার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. জাহিদ একটি বার্তা পাঠান। সেখানে তিনি বলেন যে দেশ নেত্রী সংকটাপন্ন। তার কিছুক্ষণ পরেই এই ভয়াবহ শোকাবহ সংবাদটি পাই। পঞ্চগড়ের মানুষ সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এই ক্ষণটিকে একটি শোকের ক্ষণ হিসেবে মনে রাখবে।
পঞ্চগড়ে বিএনপির কার্যালয়ে মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি অফিসে পবিত্র কোরআন তেওয়াত করা হচ্ছে। একটি শোক বইও খোলা হয়েছে। বিএনপির নেতা কর্মীরা ভীর করছেন সেখানে। এসময় তিনি বলেন খালেদা জিয়া এমন একজন মানুষ ছিলেন যে সৌদি বাদশাহ তার জন্য সমস্ত যোগাযোগের দ্বার উম্মুক্ত করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে শেখ মুজিবুর রহমানের নামে পিজি হাসপাতালের নাম পরিবর্তনের কথা উঠলে তিনি বলেছিলেন আমি দেশের জন্য কাজ করতে এসেছি। নাম পরিবর্তন করতে আসিনি। উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন।