মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) পুনরুদ্ধার এবং টেকসই পরিবেশ গঠনে তরুণ সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এক ব্যতিক্রমী যুব কর্মশালা ও খাল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই দিনব্যাপী কার্যক্রমের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), তাদের “ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়। অনুষ্ঠানটিতে অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড সহযোগিতা প্রদান করে।
কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা, নদ-নদী ও খালগুলোর সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং একটি টেকসই পরিবেশ গঠনে তরুণদের দায়িত্ব নিয়ে গভীর আলোচনা করেন। বক্তারা জোর দিয়ে বলেন,
”উপকূলের ভঙ্গুর জীববৈচিত্র্যকে রক্ষা করতে হলে যুব সমাজকে মূলধারায় নিয়ে আসতে হবে। ইকোসিস্টেম পুনরুদ্ধার এখন কেবল একটি প্রকল্প নয়, এটি সময়ের অপরিহার্য দাবি। যদি আমরা তরুণদের সম্পৃক্ত করতে না পারি, তবে ভবিষ্যতের প্রজন্ম আরও কঠিন হুমকির মুখে পড়বে।”
কর্মশালায় উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার সুজাউদ্দৌলা এবং কোডেকের প্রকল্প প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসেন মূল্যবান বক্তব্য রাখেন। কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী যুবকদের নিয়ে তাৎক্ষণিকভাবে একটি গুরুত্বপূর্ণ খাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সদরের মধ্য দিয়ে বয়ে যাওয়া গাংড়ামারি খালটি দীর্ঘদিন ধরে প্লাস্টিক ও পলিথিনের দূষণে বন্ধ হয়ে ছিল, যা স্বাভাবিক পানির প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করছিল।
আগামী এক বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে, যুবকরা সম্মিলিতভাবে এই খালে জমে থাকা আবর্জনা অপসারণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পরিবেশ সুরক্ষায় তরুণদের অঙ্গীকার ফুটে ওঠে।
কর্মসূচিতে কোডেকের প্রাইভেট সেক্টর এ্যানহ্যান্সমেন্ট অফিসার রাসেল আমিন সহ যুব সদস্য ফরহাদ হোসেন, আমিরুল ইসলাম, আশিকুজ্জামান, খাদিজা সুলতানা, সবুজ আমিনুর, জিয়াউর রহমান প্রমুখ সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয় পরিবেশের উন্নতির জন্য তরুণদের এই সম্মিলিত প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।