মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইকবাল হোসেন সানা পদত্যাগ করেছে।
সোমবার (৮ডিসেম্বর)বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবিরক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারনে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন না । যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন ।
তিনি আরও বলেন, ১৯৯০ সাল পর্যন্ত আমি জাতীয় পার্টির সাথে ছিলাম। এর পর কোন দলে যোগদান না করলেও বিএনপির সাথে মিলে মিশে চলেছি। পরবর্তীতে আ,লীগ ক্ষমতায় আসলে আমার নামে হয়রানি মূলক ১৩ টি মামলা হয়। আমি কোন উপয় না পেয়ে ২০১৩ সালে আওয়ামীলীগে যোগদান করি। বর্তমানে আমার পক্ষে উক্ত ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করা সম্ভাব হচ্ছেনা। এজন্য আমি সেচ্ছায় পদত্যাগ করেছি।