1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, শরীফুল আলমসহ নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নুরুল মিল্লাত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ একজন পরীক্ষিত জনপ্রতিনিধি ও ত্যাগী রাজনৈতিক নেতাকে হারিয়ে শোকাহত।
নুরুল মিল্লাত ছিলেন কুলিয়ারচর ও আশপাশের জনপদের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শে অবিচল থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তার ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভৈরব-কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। এক শোকবার্তায় তিনি বলেন,
“নুরুল মিল্লাত ছিলেন একজন সাহসী, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। দলের দুঃসময়ে তিনি দৃঢ় অবস্থানে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু শুধু কুলিয়ারচর উপজেলা বিএনপির জন্য নয়, পুরো কিশোরগঞ্জ জেলার রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
এদিকে নুরুল মিল্লাতের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপি, ভৈরব ও কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, নুরুল মিল্লাত আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং বিএনপির সাংগঠনিক ভিত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
দলীয় সূত্র জানায়, তাঁর মৃত্যুতে দলীয় কার্যালয়গুলোতে শোকের পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করছেন।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা বলেন, নুরুল মিল্লাত ছিলেন সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সাথী। সুখ-দুঃখে তিনি মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মহান আল্লাহ যেন মরহুম নুরুল মিল্লাতকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন—এই প্রত্যাশাই এখন সর্বস্তরের মানুষের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট