
শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ডা. এম. হাবিল (হাবিল বাঙালি), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দীন ইসলাম, দৈনিক মানব জমিন প্রতিনিধি ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সলিল কান্তি রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযুষ কান্তি ঘোষ, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজুল হক, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক মো. আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ও জুলাই যোদ্ধা কারীমুল হাসান প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার সূফী সাজ্জাদ আল হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন খোকন, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. নূরুল আলম, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, সাংবাদিক মো. আলী সোহেল, সাংবাদিক শাহীন সুলতানা, সাংবাদিক আহমেদ সিফাত, সাংবাদিক মৌসুমী আক্তার, সাংবাদিক মো. সবুজ মিয়া, সাংবাদিক মাহিন আহম্মেদ, সাংবাদিক মো. আজিজুল ইসলাম, সাংবাদিক সজিব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ মডেল টেস্ট (পঞ্চম ও দশম শ্রেণি) পরীক্ষার ফলাফলে কৃতি শিক্ষার্থী ও বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত গরীব-দুঃস্থ, অসহায়, অতি দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ করেন তিনি।
এছাড়া তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, পৌরসভার কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ফাইলপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।