শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৩ বছর বয়সের এক কিশোরী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) দুপুরে বরযাত্রী আসার আগেই কুলিয়ারচর পৌরশহরের নয়াকান্দি (পৈলনপুর) এলাকায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।
জানা যায়, পৌরশহরের ৬নং ওয়ার্ডের নয়াকান্দি (পৈলনপুর) মহল্লার ১৩ বছর বয়সী কিশোরীর সঙ্গে একই উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোস্তাকিম ভুইয়া (২২) এর বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বর আসার আগেই কনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল বাহারসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ এর ধারা অনুযায়ী কনের মা’কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি উপস্থিত সকলকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনি শাস্তি সম্পর্কে অবহিত করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে আমরা কনের বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করি। মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না-এ মর্মে কনের মা লিখিত অঙ্গীকার করেছেন। আইন লঙ্ঘনের দায়ে তাকে আর্থিক দণ্ড ও প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের যে কোনো আয়োজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।