
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধী স্কুলের ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর প্রতিবন্ধী সেবা সংস্থার পরিচালনায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধী স্কুলের ৪০ জন প্রতিবন্ধীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারি কর্মকর্তা রাকিবুর রহমান রফিক, প্রতিবন্ধী সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য বাচ্চু মিয়া,সাংবাদিক সবুজ মিয়া,রাজিব আহাম্মেদ, আজিজুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিবাবক বৃন্দগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক প্রমুখ। এ সময় প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।আমি তাদের উন্নয়নে সাধ্যমতো কাজ করে যাচ্ছি।তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারি সহযোগিতার পাশাপাশি প্রতিবন্ধীদের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।