1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

কুলিয়ারচরে জাতীয় সমবায় দিবস পালিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার, ১ নভেম্বর সকাল ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস কুলিয়ারচরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার ১০টি সমবায় সমিতির নেতৃবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) খোকন চন্দ্র সরকার, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ শাহ্ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার ও মো. সবুজ মিয়াসহ উপজেলার পল্লীবন্ধু শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড, শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.,আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., শাপলা বহুমুখী সমবায় সমিতি লি., কুলিয়ারচর মাল্টিপারপাস কো. অপা. সো. লি., পল্লীবন্ধন শ্রমজীবি সমবায় সমিতি লি., কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লি., অগ্রণী শ্রমজীবি সমবায় সমিতি লি. ও গ্রামীন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি সম্পাদকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট