আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বীর বিপ্লবী শরীফ ওসমান হাদীকে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে এবং অনবরত ভারতীয় আধিপত্যের অবসানের দাবিতে বগুড়ার আদমদীঘিতে সাধারণ ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা এ সময় হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী জনতা এনামুল হক, আহসান হাবীব তুহিন, রিয়ন সরকার, এ্যাড. আরিফুল ইসলাম, আওয়াল খন্দকার, আব্দুর রহিম বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী নাজিমুজ্জামান নাজিম, আহমেদ কাওসার দ্বীপ, জুথি আক্তার, মিশু আক্তার, তাসলিমা তাবাসুম তুসমি, তুরনা প্রমূখ।