
কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি
মিথ্যা ও অপপ্রচার নয় জানতে হবে সত্যি ঘটনা, মিথ্যা ষড়যন্ত্রের শিকার অপুলেন্ট ই-কর্মাস ইনটারন্যাশনাল ফুড সাপরিমেন্ট কোম্পানিটি,
অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল অফিসে যৌথ অভিযান প্রকৃত চিত্র তুলে ধরা হলো
পঞ্চগড়ে অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল অফিসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সিভিল সার্জেন কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রকৃত তথ্য উঠে এসেছে।
অভিযানকালে দেখা যায়, অপুলেন্টের মোট ১৩টি পণ্যের মধ্যে ৮টি পণ্যের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় অনাপত্তি সনদ (NOC) গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৫টি পণ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিগগিরই এসব অনুমোদন পাওয়া যাবে।
এছাড়াও ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি অফিসে সংরক্ষিত থাকায় সিভিল সার্জেন কার্যালয় পণ্যসমূহ যাচাই-বাছাই করে সাময়িকভাবে দায়-দায়িত্ব গ্রহণ করেছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত মূল (অরিজিনাল) কাগজপত্র সিভিল সার্জেন কার্যালয়ে জমা দেওয়ার পর পুনরায় পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা যাবে। এতে অপুলেন্ট ই-কমার্সের ব্যবসায়িক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হয়—ইনশাআল্লাহ।
তবে অভিযানের সময় একটি পণ্যের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হলুদ গুঁড়ায় চক পাউডারের সম্ভাব্য উপস্থিতির লক্ষণ (সিম্পটম) পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এটাই পুরো ঘটনার বাস্তব চিত্র। বিষয়টি নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।
সরজমিন ঘুরে দেখা গেছে ও উপকার ভোগীরা বলেন এই অপুলেন্ট ই- কমার্স ইন্টারন্যাশনাল ফুড সাপরিমেন্ট এর সেবা নিয়ে অসংখ্য অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেছেন।
ফলোআপ নিউজ,