নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ার বাইপাইলে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী প্রচার প্রচারণা। বহুল প্রতীক্ষিত বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২২ নভেম্বর)। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে পুরো বাইপাইল আড়ৎ এলাকা ছেয়ে গেছে পোষ্টারে পোষ্টারে ।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আনারস প্রতীক নিয়ে প্রচারণায় নামেন সেভেন স্টার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সুপরিচিত স্থানীয় ব্যবসায়ী নেতা মোঃ হযরত চৌধুরী। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজে পরিচিত এই ব্যক্তি নির্বাচনী মাঠে বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছেন।
হযরত চৌধুরী প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে তিনি তুলে ধরছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন ভাবনা এবং বিগত সময়ের কার্যক্রমের বিস্তারিত বিবরণ। গ্রুপভিত্তিক আলোচনায় তিনি জানান, সভাপতি হিসেবে নির্বাচিত হলে আড়ৎ এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, রাস্তা সংস্কার এবং ব্যবসায়ীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির কাজকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
নির্বাচনী প্রচারণার সময় হযরত চৌধুরী আরও দাবি করেন, গত কয়েক বছরে আড়ৎ এলাকার বিভিন্ন জরুরি সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। বিশেষ করে—আড়ৎ এলাকায় গাড়ি চলাচলের রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসনে ড্রেনব্যবস্থা উন্নয়ন উদ্যোগ, ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, এলাকার অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে সহযোগিতা, এসব কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান।
এদিকে হযরত চৌধুরী আনারস মার্কা সমর্থিত ভোটারদের নিয়ে এক মিছিল করে জানিয়ে দিয়েছেন তার জনপ্রিয়তা।
আগামী শনিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। নির্বাচনে হযরত চৌধুরীর আনারস প্রতীক কতটা ব্যবসায়ীদের সমর্থন পায়—এখন সেই দিকেই তাকিয়ে সবাই।