
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে জবাই করে হত্যার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আদমদীঘি থানা সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানা গেছে , গত সোমবার দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের বুলবুলি বানু (২৬) নামে এক নারী একটি সাদা-কালো পুরুষ বিড়ালকে বটি দিয়ে জবাই করে। এরপর বিড়ালের বুক চিরে নাড়ি-ভুঁড়ি বের করে বাড়ির পাশে একটি ধান খেতে ফেলে দেয়। পরে প্রতিবেশী আরেক নারী বিড়ালের মরদেহটি এনে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসিসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিষেশজ্ঞ আদনান আজাদ বাদী হয়ে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসিসিয়েশনের আহ্বায়ক ও বন্য প্রাণী বিষেশজ্ঞ আদনান আজাদ বলেন, যে কোনো বন্য প্রাণীকে হত্যা বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং ঘটনা জানার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিড়ালের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।