আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের বাদেশ আলীর ছেলে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নসরতপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বাবু (৫৬)। অপরজন সান্তাহার ইয়ার্ড কলোনী ও সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের ছেলে জুয়েল সরদার (৪৫)।আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৯ আগষ্ট রাতে সান্তাহার পৌরসভার তিয়রপাড়া মোড় নামক স্থানে ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদী হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতা-কর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তার দুইজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান।