আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে গত এক সপ্তহ যাবৎ এলপিজি গ্যাস সিলিন্ডার না আসায় এর তীব্র সংকট দেখা দিয়েছে। দোকানে দোকানে ঘুরেও এলপিজি গ্যাস সিলিন্ডার পাচ্ছে না ভোক্তরা। ফলে হতাশায় পড়েছেন শত শত গ্রাহক।
জানা যায়, সরকার কর্তৃক প্রতি ১২কিজে সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা দাম নির্ধারণ করে বাজারে খুচরা পর্যায়ে বিক্রয় সিদ্ধান্ত হয়। এতে ব্যবসায়ী সিন্ডিকেট গত ডিসেম্বর মাসের শেষের দিকে সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেয়। ফলে বাজারে সিলিন্ডার উধাও হতে শুরু করে। এদিকে গত রোববার সরকার সম্প্রতি প্রতি সিলিন্ডারের ৫৩ টাকা মূল্য বাড়িয়ে গ্রাহক পর্যায়ে ১৩০৬ টাকা নির্ধারণ করে। কিন্তু এর পরেও আদমদীঘি উপজেলার হাট-বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ না করায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সিলিন্ডার কেনার জন্য দোকানে দোকানে ঘুরেও পাচ্ছে না ভোক্তারা। এদিকে গ্যাস সিলিন্ডার সংকট কাজে লাগিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট সুযোগ বুঝে প্রতি সিলিন্ডার দেড় হাজার থেকে শুরু করে ১৬শ টাকা পর্যন্ত দাম নিয়ে বিক্রি করছে। সিলিন্ডার ক্রয় করতে আশা সাইফুল ইসলাম দোলা জানান, রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে। কিন্তু কোন দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে রান্না করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ফজলুল হক জানান, বেশ কিছু দিন হলো গ্যাস সিলিন্ডার সরবরাহ না থাকায় দোকানে প্রায় সিলিন্ডার শূন্য হয়ে পড়েছে।