শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বিশেষ অভিযানে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার (দিন উল্লেখ না থাকলে বাদ) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম, ছয়সূতী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরীফ।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুন্নবী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।